শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

GOOGLE মামার গোপন ট্রিকস। মামু তুমি কই।



সবাইকে একরাশ লাল টকটকে গোলাপের শুভেচ্ছা। কেমন আছেন সবাই। অনেক দিন আপনাদের সাথে দেখা হয় না। ব্লগার মানুষ বুঝেনইতো কোন কিছু না লিখলেতো আর আপনাদের সাথে দেখা হবার কথা নয়।

যাই হোক আজকে আপনাদের সাথে যে ট্রিকসটি শেয়ার করবো তা খুবই ইন্টারেস্টিং।

ধরুন আমি যদি আপনাকে নিয়ে যাই কোন sea beach , যেখানে আপনি দারুন একটি সময় পার করতে পারবেন। খোলা বিশাল দিগন্ত। আহা কি শান্তি। যতদুর দৃষ্টি যায় শুধু নীল আর নীল।

আবার ধরুন নিয়ে গেলাম আপনাকে উন্নত দেশগুলোর কোন একটি তে। সেখানে গিয়ে দেখলেন তাদের কৃষ্টি-কালচার।
অজানা অনেক কিছুই দেখা হবে, জানা হবে, চক্ষু জুড়ানো সেই সব ছবি। নিজে দেখে তো ভাল লাগবেই। দেখাতে পারবেন আপনার কাছের মানুষকেও।
তাহলে আর দেরি কেন।
জাস্ট ওপেন করুন আপনার google হোম পেজ। আর এর সার্চ এ লিখুন "inurl:view/view.shtml" (without quote).  তারপর সার্চ করুন।
যে রেজাল্ট গুলো আসবে সেগুলোর যেকোন একটি ক্লিক করুন। বা একটা একটা করে ক্লিক করতে থাকুন। আর উপভোগ করুন তথ্যপ্রযুক্তির অপার আশীর্বাদ।
ধন্যবাদ। ভাল থাকবেন।
ভাল লাগলে কমেন্টতো করবেনই সাথে সাথে আমার ব্লগের লিংকেও touch and back করে আসবেন। সেখানে এর এক কপি রেখে দেয়া আছে।

৩টি মন্তব্য: