বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০১০

উইন্ডোস এ পেজ ফাইল(page file) এর আকার পরিবর্তন

পেজ ফাইল উইন্ডোস এর খুবই গুরুত্বপূর্ন একটি ফিচার।পেজ ফাইল র‌্যামের মত কাজ করে। পেজ ফাইলের পরিমাণ যত বেশি দিবেন পিসি তত দ্রুততর হবে।
Windows xp তে page file এর আকার বাড়াতে বা কমাতে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করুন :
My computer এ ডান ক্লিক করে  properties এ যান। তারপর advanced > performance > advanced > change এ ক্লিক করে সাইজ নির্বাচন করুন। তারপর set এ ক্লিক করে ok আবার ok করুন। apply করে বের হন। আপনার কম্পিউটারের পেজ ফাইলের আকার পরিবর্তন হলো।কম্পিউটার রির্স্টাট করুন।   

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০১০

কম্পিউটারে HANG সমস্যা সমাধান করুন

যারা Windows XP ব্যবহার করেন তারা প্রাইয় Not Responding নামক একটি বার্তা পেয়ে থাকেন।তখন ক্লোজ ক্লিক করতে হয়।এ সমস্যা থেকে নিম্নোক্ত ভাবে মুক্তি পেতে পারেন।
এ জন্য Start > Run > regedit লিখে OK
করুন ।এবার HKEY_CURRENT_USER > CONTROL PANEL >
DESKTOP ঠিকানায় যান ।এখন ডানপাশের AutoEndTask অপশনে দুইবার ক্লিক করুন।Value Data হিসেবে 0 এর পরিবর্তে 1 দিয়ে OK করুন ।
হ্যাং সমস্যার সমাধান।

উবুন্টু সম্পর্কিত

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বা বিডিওএসএনের উদ্যোগে বাংলাদেশে অবমুক্ত করা হয়েছে ওপেন সোর্সভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম উবুন্টুর নতুন সংস্করণ ১০.০৪। বিডিওএসএনের পরিচালক মুনির হাসান উবুন্টুর নতুন সংস্করণটি অবমুক্ত করেন।
বিডিওএসএন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মুনির হাসান বলেন, 'মাইক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজের কোনো স্টার্টার সংস্করণ বাজারে এলে তা কমপক্ষে ৭০০ ডলারে বিক্রি করা হয়, যা আমাদের দেশের প্রেক্ষাপটে এক ব্যক্তির এক বছরের মাথাপিছু আয়েরও বেশি। অপর দিকে ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টু বিনা মূল্যেই ব্যবহার করা যায়। আবার উইন্ডোজের ক্ষেত্রে ভাইরাসের আক্রমণে কম্পিউটার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও উবুন্টুতে এ ধরনের কোনো সম্ভাবনা নেই।'
সাধারণ অপারেটিং সিস্টেমে উবুন্টু কর্তৃপক্ষ ১৮ মাস সমর্থন দিলেও নতুন এই অপারেটিং সিস্টেমে তিন বছর পর্যন্ত সমর্থন পাবেন ব্যবহারকারীরা।
উবুন্টু অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বাংলা কার্যকর থাকায় ব্যবহারকারীরা বাংলায় অপারেটিং সিস্টেমটি চালাতে পারবেন। www.ubuntu.com/getubuntu ওয়েবসাইট থেকে বিনা মূল্যে উবুন্টু অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করা যাবে। বিনা মূল্যে উবুন্টু সিডি পেতে www.shipit.ubuntu..পড়স ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এবার 'রিকোয়েস্ট ফর এ উবুন্টু সিডি' লেখা ট্যাবে ক্লিক করতে হবে। 'ক্রিয়েট এ অ্যাকাউন্ট' অপশনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করে বিনা মূল্যে উবুন্টু সিডির জন্য অনুরোধ পাঠানো যাবে।

মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর পরবর্তী সংস্করণ ১০.০৪ এর সাংকেতিক নাম প্রকাশ করা হয়েছে। এই সংস্করণের নাম হবে লুসিড লিংকস। উবুন্টুর নামকরণের রীতি অনুযায়ী উবুন্টুর প্রতিটি সংস্করণের সাংকেতিক নাম দুই শব্দের হয়ে থাকে। প্রথম শব্দটি হয় একটি সর্বনাম এবং দ্বিতীয় শব্দটিতে কোনো প্রাণীর নাম ব্যবহার করা হয়। আর শব্দ দুটিতে একই আদ্যাক্ষর ব্যবহার করা হয়। আগের সংস্করণগুলোরও এভাবে নামকরণ করা হয়েছে। যেমন—কারমিক কোয়েলা, জন্টি জ্যাকলপস, হার্ডি হ্যারন ইত্যাদি।
লিংক (Lynk) এক ধরনের বন বিড়ালের নাম। সাধারণত ১০ থেকে ১৩ কেজি ওজনের এই বিড়ালগুলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বাস করে। এ ছাড়া কানাডা ও এশিয়ার কোথাও কোথাও এদের দেখা যায়। লুসিড (Lucid) শব্দটি সাধারণত পরিচ্ছন্ন ও উজ্জ্বল কোনো কিছুকে বোঝাতে ব্যবহার করা হয়।
উবুন্টু নামকরণ-সংক্রান্ত আরও তথ্য জানা যাবে https://wiki.ubuntu.com/DevelopmentCodeNames ঠিকানার ওয়েবসাইটে। এই উইকি পাতায় নিবন্ধন করার পর যে কেউ উবুন্টুর পরবর্তী সংস্করণগুলোর নামকরণের জন্য পরামর্শ দিতে পারে।

সোমবার, ১৩ ডিসেম্বর, ২০১০

key board বা মাউস দিয়েই কম্পিউটার চালু করা

কম্পিউটারের ইচ্ছে করলে আপনি মাউস দিয়ে অন করতে পারেন। এটি করতে হলে কম্পিউটার অন হওয়ার সময় del চেপে bios এ ঢুকতে হবে। তারপর power management setup সিলেক্ট করে এন্টার চাপুন।power on my mouse নির্বাচন করে double click করে সেভ করুন অথবা power on my keyboard বেছে এন্টার করুন। enter password এ কোনো একটি key দিয়ে সেভ করুন।
এখন মাউসে ডাবল ক্লিক বা কি-বোর্ড হতে পাসওয়ার্ড ‍দিয়ে কম্পিউটার চালু করুন।
শুধু মাএ  gigabyte মাদারবোর্ডের জন্য।

অটোরান বন্ধ রাখতে করনীয়

প্রায় সকল ভাইরাস পেনড্রাইভ এর মাধ্যমে ছড়াতে পারে। তাই পেনড্রাইভের অটোরান বন্ধ করে রাখা উচিৎ।
অটোরান বন্ধ করতে start > run > gpedit.msc > comfiguration > administrative templates > system ক্লিক করে ডান পাশের বক্স থেকে turn off autoplay এ ক্লিক করে propeties এ যান। এবার enable নির্বাচন  করে all drive নির্বাচন করে ok করে বের হয়ে আসুন। ব্যাস শেষ।

মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০১০

কম্পিউটারের গতি বৃদ্ধির পদ্ধতি:

ম্পিটারের তি বৃদ্ধির দ্ধতি:
১.      প্রেস করুন উইন্ডোজ কী+R রান কমান্ড আসবে। লিখুন একটি একটি  করে
          tree, prefetch, temp, %temp%, cookies, recent. এন্টার দিন। যে ফাইল গুলো আসবে তা
          ডিলেট করুন।
          setver.exe লিখে এন্টার দিন।
          লিখুন msconfig এন্টার দিন। startup ক্লিক করে অপ্রয়োজনীয় সফটওয়ারের বাদ দিন।
            ২.      হাডর্ডিস্কের উপর মাউসের ডান ক্লিক করে ডিস্ক ক্লিনার দিয়ে ডিস্ক ক্লিন করুন।
৩.      search অপশনে গিয়ে লিখুন recent. তারপর যা পাবেন সব ডিলেট করে দিবেন।
৪.     ডেস্কটপ এর যেকোন স্হানে মাউস রেখে রাইট ক্লিক করে properties ক্লিক করুন।
        তারপর setting এ ক্লিক করে16 bit সিলেক্ট করুন। বিশেষ করে এক্সপি অপারেটিং
         সিস্টেমে।
৫.     মাই কম্পিউটারের উপর মাউসের রাইট ক্লিক করে প্রোপারটিজ ক্লিক করে এরর
        রিপোর্টিং সিলেক্ট করে ডিজেবল করে দিন। বিশেষ করে এক্সপি অপারেটিং সিস্টেমে।
৬.     মাই কম্পিউটারের উপর মাউসের রাইট ক্লিক করে প্রোপারটিজ ক্লিক করে সিস্টেম
        রিস্টোর সিলেক্ট করে সেটিং ক্লিক করে যে বক্সটি আসবে তা মাউস দিয়ে একদম
        বামদিকে সরিয়ে ফেলুন। বিশেষ করে এক্সপি অপারেটিং সিস্টেমে।

           ৭.      মাই কম্পিউটারের উপর মাউসের রাইট ক্লিক করে প্রোপারটিজ ক্লিক করে
                     অটোআপডেট সিলেক্ট করে ডিসেবল করে দিন। বিশেষ করে এক্সপি অপারেটিং সিস্টেমে।

সোমবার, ৮ নভেম্বর, ২০১০

ROBI/AKTEL INTERNET SETTINGS

ROBI/AKTEL INTERNET SETTINGS
রবি ইন্টারনেট সেটিংস
আপনার জিপিআরএস/ইডিজিই হ্যান্ডসেট থেকে ডায়াল করুন *১৪০*৭*৩#
.                  এখন আপনি টাইপ করুন সেটের নাম ও মডেল (যেমন: Nokia 6070).
.                  এরপর আপনি একটি কনফিগারেশন ম্যাসেজ পাবেন ।
.                  ম্যাসেজটি খুলবেন এবং সেভ করবেন(পিন ১২৩৪)
এখন আপনি ব্রাউজ করতে পারবেন।

অন্য পদ্ধতি:
  • *#০৬# টাইপ করে আপনার মোবাইলের IMI নম্বর দেখুন।
  • প্রথম আটটি নম্বর লিখুন। যদি আপনার নম্বর হয় 892635182614268 তবে লিখুন 89263518
  • টাইপ করুন web 89263518 এবং পাঠিয়ে দিন ৮৭৩৮ নম্বরে। আপনার ইন্টারনেট সেটিংস পেয়ে যাবেন।  

রবিবার, ৭ নভেম্বর, ২০১০

Handset setting for grameen phone internet

Handset setting for grameen phone internet
গ্রামীন ফোন ইন্টারনেট সেটিংস
আপনার সেটের ইন্টারনেট সেটিংস এর জন্য নিম্নোক্ত তিনটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।
         ১.      সেটের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন All এবং সেন্ড করুন ৮০৮০ নম্বরে।
         ২.      কল করুন ১২১। পরবর্তি নির্দেশনা  অনুসরণ করুন।
         ৩.      সবশেষে আপনি ম্যানুয়াললী সেটিং করতে পারেন। নিম্নোক্ত ভাবে

            ইন্টারনেট কনফিগারেশন

Account Name: GP INTERNET
Access Point Name (APN): gpinternet
Authentication Type: Normal
IP Address/Gateway/Proxy: N/A
Port/ Proxy Port: N/A
Connection type: GPRS/ Packet Data
Homepage:
http://www.google.com



            এম এম এস  কনফিগারেশন

Account Name: GP MMS
Access Point Name (APN): gpmms
Authentication Type: Normal
IP Address/Gateway/Proxy: 010.128.001.002
Port/ Proxy Port: 8080 or 9201
Connection type: GPRS/ Packet Data
Homepage:
http://mms.gpsurf.net/servlets/mms


           
            ওয়াপ  কনফিগারেশন

Account Name: GP WAP
Access Point Name (APN): gpwap
Authentication Type: Normal
IP Address/Gateway/Proxy: 010.128.001.002
Port/ Proxy Port: 8080 or 9201
Connection type: GPRS/ Packet Data
Homepage:
http://wap.gpworld.com