সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

নকিয়া ব্যবহারকারীরা :( Annoying of the Camera Sound… :( ওকে, তাহলে এটা দেখুন।



সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই। নিশ্চয়ই ভাল। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন ধরনের  নকিয়া মোবাইলের জন্য একটা সফটওয়্যার+ট্রিকস।
আমরা সবাই চাই নিজের সবকিছুই নিজের মত করতে, সাজাতে। হতে পারে সেটা নিজের পিসি, মোবাইল, ইত্যাদি।
 কিন্তু ইদানিং কালের নকিয়া সিম্ব্রিয়ান অপারেটিং ফোন আমাদের সেই কাজ গুলো করতে খুব বাধা দেয়। একেতো আছে সার্টিফিকেট সমস্যা, তার উপর আছে আরো অনেক কিছু ঝামেলা। তার পরেও বাংলাদেশে নকিয়ার সেট ব্যাপক ব্যবহ্রত। আমার নিজের সেটও নকিয়া।

এই সকল সেটের একটি অন্যতম সমস্যা হলো যে ক্যামেরা তোলার সময় যে ক্লিক করে শব্দ হয় তা বন্ধ করার কোন সিস্টেম নাই। অর্থাডিফল্ট ভাবে কোন অপশন নাই (সব সেটের ক্ষেত্রে নয়)। যা আমাদের খুব দরকার। কারন ছবি তুলতে যদি শব্দই হয় তাহলে আশেপাশের সবাইতো বুঝে যাবে যে আমি ছবি তুলছি। আমার আজকের পোস্টটা তাদেরই জন্য।

প্রথমে নিচের লিংক হতে সফটওয়্যারটা ডাউনলোড করুন।
সফটওয়্যার: ”জাস্ট কিপ মাম” ভাই মোবাইলের জিনিষতো তাই সাইজ মাত্র ১ কিলোবাইট। :)
এর পর আপনার সেটে ইন্সটল দিন।
এর পর আপনার সেটের এ্যাকটিভ প্রোফাইলের warning tones  অফ করে দিন।
এর পর সেট রিস্টার্ট দিন। ব্যস এখন ক্যামেরা দিয়ে ছবি তুলুন কোন প্রকার শব্দ ছাড়াই।

আবার যদি ক্যামেরা সাউন্ড ফিরে পেতে চান তবে আপনার সেটের এ্যাকটিভ প্রোফাইলের warning tones  অন করে দিন।
আর একটি কথা উপরের সফটওয়্যারটা কিন্তু আনসাইনড। সেট হ্যাক করা না থাকলে ইন্সটল হবে না কিন্তু। সেট হ্যাকিং কি এই নিয়ে আমার আগের পোস্টগুলো দেখার আমন্ত্রন রইল।
ভাই উপরের এই সফটওয়্যারটি এই সকল সেটে Nokia C5-00, Nokia 5230, Nokia 5233 & Nokia E72. ট্রাই করা হয়েছে। ফলাফল সন্তোসজনক।
আমার এই পোস্টের একটা কার্বন কপি আছে এখানে।
ধন্যবাদ।

নিচের লিখাগুলো এমনিতেই লিখা হয়েছে।
কিছু SEO জিনিষ। nokia c5-00, silent, nice. Web cam, hot, hd movie, camera, tricks, গোপন তথ্য।

৩টি মন্তব্য: