শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

※※※※একটু চমক!※※※※



সবাইকে শুভেচ্ছা। কেমন আছে সবাই। নিশ্চয়ই ভাল। আজকে আপনাদের সাথে দারুন একটা জিনিস শেয়ার করবো। আর তা হল ম্যাট্রিক্স ইফেক্ট।
আমরা অনেকেই ম্যাট্রিক্স সিনেমাটা দেখেছি। অর্থা সিনেমাতে যে বিভিন্ন সংখ্যা সবুজ রংয়র একটা ফ্লাস দেখা যায়, আমি তার কথাই বলছি। ইফেক্টটা খুবই সুন্দর।
আচ্ছা ঠিক আছে যারা দেখেননি তাদের আর কোন আফসোস করা দরকার নাই। আমি একটু পড়েই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার সুন্দর পিসিতে ম্যাট্রিক্স ইফেক্ট দিবেন।
এটি খুবই সহজ। এবং আনন্দদায়ক।
নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন:
১.     প্রথমে আপনার পিসিতে নোটপ্যাড ওপেন করেন।
২.      নোটপ্যাড আপনি এই ভাবে ওপেন করতে পারেন। ক্লিক করুন start > all programs > accessories > notepad.
৩.     নিচের লেখা গুলো কপি পেস্ট করুন। মনে রাখবেন কপি পেস্ট।


@echo off

color 02

:start

echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%

goto start



৪.         এখন এই ফাইলটি matrix.bat  নামে সেভ করুন।
৫.       এখন এই ফাইল ডাবল ক্লিক করে ওপেন করুন। এবং ম্যাট্রিক্স ইফেক্ট দেখুন।

ভাল লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন