সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

নকিয়া ব্যবহারকারীরা :( Annoying of the Camera Sound… :( ওকে, তাহলে এটা দেখুন।



সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই। নিশ্চয়ই ভাল। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন ধরনের  নকিয়া মোবাইলের জন্য একটা সফটওয়্যার+ট্রিকস।
আমরা সবাই চাই নিজের সবকিছুই নিজের মত করতে, সাজাতে। হতে পারে সেটা নিজের পিসি, মোবাইল, ইত্যাদি।
 কিন্তু ইদানিং কালের নকিয়া সিম্ব্রিয়ান অপারেটিং ফোন আমাদের সেই কাজ গুলো করতে খুব বাধা দেয়। একেতো আছে সার্টিফিকেট সমস্যা, তার উপর আছে আরো অনেক কিছু ঝামেলা। তার পরেও বাংলাদেশে নকিয়ার সেট ব্যাপক ব্যবহ্রত। আমার নিজের সেটও নকিয়া।

এই সকল সেটের একটি অন্যতম সমস্যা হলো যে ক্যামেরা তোলার সময় যে ক্লিক করে শব্দ হয় তা বন্ধ করার কোন সিস্টেম নাই। অর্থাডিফল্ট ভাবে কোন অপশন নাই (সব সেটের ক্ষেত্রে নয়)। যা আমাদের খুব দরকার। কারন ছবি তুলতে যদি শব্দই হয় তাহলে আশেপাশের সবাইতো বুঝে যাবে যে আমি ছবি তুলছি। আমার আজকের পোস্টটা তাদেরই জন্য।

প্রথমে নিচের লিংক হতে সফটওয়্যারটা ডাউনলোড করুন।
সফটওয়্যার: ”জাস্ট কিপ মাম” ভাই মোবাইলের জিনিষতো তাই সাইজ মাত্র ১ কিলোবাইট। :)
এর পর আপনার সেটে ইন্সটল দিন।
এর পর আপনার সেটের এ্যাকটিভ প্রোফাইলের warning tones  অফ করে দিন।
এর পর সেট রিস্টার্ট দিন। ব্যস এখন ক্যামেরা দিয়ে ছবি তুলুন কোন প্রকার শব্দ ছাড়াই।

আবার যদি ক্যামেরা সাউন্ড ফিরে পেতে চান তবে আপনার সেটের এ্যাকটিভ প্রোফাইলের warning tones  অন করে দিন।
আর একটি কথা উপরের সফটওয়্যারটা কিন্তু আনসাইনড। সেট হ্যাক করা না থাকলে ইন্সটল হবে না কিন্তু। সেট হ্যাকিং কি এই নিয়ে আমার আগের পোস্টগুলো দেখার আমন্ত্রন রইল।
ভাই উপরের এই সফটওয়্যারটি এই সকল সেটে Nokia C5-00, Nokia 5230, Nokia 5233 & Nokia E72. ট্রাই করা হয়েছে। ফলাফল সন্তোসজনক।
আমার এই পোস্টের একটা কার্বন কপি আছে এখানে।
ধন্যবাদ।

নিচের লিখাগুলো এমনিতেই লিখা হয়েছে।
কিছু SEO জিনিষ। nokia c5-00, silent, nice. Web cam, hot, hd movie, camera, tricks, গোপন তথ্য।

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

GOOGLE মামার গোপন ট্রিকস। মামু তুমি কই।



সবাইকে একরাশ লাল টকটকে গোলাপের শুভেচ্ছা। কেমন আছেন সবাই। অনেক দিন আপনাদের সাথে দেখা হয় না। ব্লগার মানুষ বুঝেনইতো কোন কিছু না লিখলেতো আর আপনাদের সাথে দেখা হবার কথা নয়।

যাই হোক আজকে আপনাদের সাথে যে ট্রিকসটি শেয়ার করবো তা খুবই ইন্টারেস্টিং।

ধরুন আমি যদি আপনাকে নিয়ে যাই কোন sea beach , যেখানে আপনি দারুন একটি সময় পার করতে পারবেন। খোলা বিশাল দিগন্ত। আহা কি শান্তি। যতদুর দৃষ্টি যায় শুধু নীল আর নীল।

আবার ধরুন নিয়ে গেলাম আপনাকে উন্নত দেশগুলোর কোন একটি তে। সেখানে গিয়ে দেখলেন তাদের কৃষ্টি-কালচার।
অজানা অনেক কিছুই দেখা হবে, জানা হবে, চক্ষু জুড়ানো সেই সব ছবি। নিজে দেখে তো ভাল লাগবেই। দেখাতে পারবেন আপনার কাছের মানুষকেও।
তাহলে আর দেরি কেন।
জাস্ট ওপেন করুন আপনার google হোম পেজ। আর এর সার্চ এ লিখুন "inurl:view/view.shtml" (without quote).  তারপর সার্চ করুন।
যে রেজাল্ট গুলো আসবে সেগুলোর যেকোন একটি ক্লিক করুন। বা একটা একটা করে ক্লিক করতে থাকুন। আর উপভোগ করুন তথ্যপ্রযুক্তির অপার আশীর্বাদ।
ধন্যবাদ। ভাল থাকবেন।
ভাল লাগলে কমেন্টতো করবেনই সাথে সাথে আমার ব্লগের লিংকেও touch and back করে আসবেন। সেখানে এর এক কপি রেখে দেয়া আছে।

※※※※একটু চমক!※※※※



সবাইকে শুভেচ্ছা। কেমন আছে সবাই। নিশ্চয়ই ভাল। আজকে আপনাদের সাথে দারুন একটা জিনিস শেয়ার করবো। আর তা হল ম্যাট্রিক্স ইফেক্ট।
আমরা অনেকেই ম্যাট্রিক্স সিনেমাটা দেখেছি। অর্থা সিনেমাতে যে বিভিন্ন সংখ্যা সবুজ রংয়র একটা ফ্লাস দেখা যায়, আমি তার কথাই বলছি। ইফেক্টটা খুবই সুন্দর।
আচ্ছা ঠিক আছে যারা দেখেননি তাদের আর কোন আফসোস করা দরকার নাই। আমি একটু পড়েই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার সুন্দর পিসিতে ম্যাট্রিক্স ইফেক্ট দিবেন।
এটি খুবই সহজ। এবং আনন্দদায়ক।
নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন:
১.     প্রথমে আপনার পিসিতে নোটপ্যাড ওপেন করেন।
২.      নোটপ্যাড আপনি এই ভাবে ওপেন করতে পারেন। ক্লিক করুন start > all programs > accessories > notepad.
৩.     নিচের লেখা গুলো কপি পেস্ট করুন। মনে রাখবেন কপি পেস্ট।


@echo off

color 02

:start

echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%

goto start



৪.         এখন এই ফাইলটি matrix.bat  নামে সেভ করুন।
৫.       এখন এই ফাইল ডাবল ক্লিক করে ওপেন করুন। এবং ম্যাট্রিক্স ইফেক্ট দেখুন।

ভাল লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

FACEBOOK, জিমেইল সহ যেকোন সাইটের একাধিক আইডিতে একই সাথে লগইন করার গোপন ট্রিকস।

 
সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 

বর্তমানে যা দিন কাল পড়ছে, তাতে দেখা যায় যে বিভিন্ন প্রয়োজনে আমাদের একই সাইটে একাধিক একাউন্ট থাকে। যেমন ফেসবুক যারা নিয়মিত ব্যবহার করেন, তারা না বললেও আমি জানি, অবশ্যই তাদের একের অধিক আইডি আছে। আইডি বেশি থাকার কিছু সুবিধা আছে। কিন্তু সেই সুবিধা নিয়ে আমার এই পোস্ট নয়। আমার পোস্ট হলো এই একের অধিক আইডি থাকার কারনে যে অসুবিধা হয় তার একটা সমাধান দেয়া। সাধারনত আপনি একই সময়, একই ব্রাউজারে, একের অধিক আইডিতে লগইন থাকতে পারবেন না। কিন্তু লগইন থাকাতো দরকার। ঠিক আছে তাহলে নিচের পদ্ধতি অনুসরন করে সমস্যার সমাধান নিজেই করুন।
আমি এখানে শুধু মজিলা ফায়ারফক্স নিয়ে কথা বলব।

#     প্রথমে  একটা এ্যাড অন্স ইন্সটল করতে হবে আপনার মজিলাতে। যার নাম multifox.
#     এই লিংকে ক্লিক করুন। আপনার ব্রাউজারের ভার্সন অনুযায়ী প্রযোজ্য multifox ইন্সটল করুন।
#      আপনার Firefox টি  রিস্টার্ট দিন
#          এখন আপনার প্রখম ফেসবুক আইডিতে লগইন করুন। আর যদি অলরেডি লগইন করেই থাকেন তাহলে পরবর্তি ধাপ অনুসরণ করুন।
#      আপনার দ্বিতীয় ফেসবুক আইডি তে লগইন করার জন্য নিউ ট্যাবে মাউসের রাইট ক্লিক করে “Open in a New Identity Profile”  বা File ক্লিক করে “New Identity Profile” এর মাঝে ক্লিক করুন।

#      নতুন একটি উইন্ড্রো খুলে যাবে। তাতে আপনি আবার ফেসবুক খুলে আপনার দ্বিতীয় আইডির ইমেইল, পাসওয়ার্ড দিয়ে ওপেন করুন আপনার দ্বিতীয় আইডি।
#      একই পদ্ধতি ফলো করে আপনি যত খুশি আইডি ওপেন করুন।
#      এইখানে একটা গোগন জিনিস। যদি আপনি আপনার এই আইডিগুলো হতে লগআউট না হয়ে Firefox বন্ধ করেন। তাহলে পরবর্তিতে যখন ফায়ারফক্স ওপেন করবেন তথন খেয়াল করে দেখবেন যে আপনার প্রথম উইন্ড্রোতে প্রথম ফেসবুক আইডি, দ্বিতীয় উইন্ড্রোতে দ্বিতীয় আইডি….. এই রকম ভাবে ওপেন হবে। কি মজার তাই না।
#      উপরের একই পদ্ধতি অনুসরন করে আপনি অন্যান্য যেকোন সাইটে একাধিক আইডি নিয়ে একই সাথে একই ব্রাউজারে লগইন করতে পারবেন। ধন্যবাদ।