বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

সহজ পদ্ধতিতে সফটওয়ার ইনস্টল (শেষ পর্ব)


আমি আমার আগের পোস্টে আলোচনা করেছি কিভাবে ফ্রি সাইনার + ওয়েব সাইটের এর মাধ্যমে আপনি নকিয়া S60 3rd এবং S60 5th এডিশন মোবাইল গুলোতে সফটওয়ার সাইন করে ইনস্টল করবেন। কিন্তু এই দু্ই পদ্ধতিতে প্রত্যেকটি সফটওয়্যারকে আলাদা আলাদা ভাবে সাইন করে ইন্সটল করতে হয়। কিন্তু আপনি একজন পিসিহেলপলাইনবিডির পাঠক হয়ে এই কষ্টকর কাজ কেন করবেন। অর্থা আমি এখন আপনাদের যা  সাথে শেয়ার করবো তা খু্বই ইন্টারেস্টিং। সেটি হলো এমন একটি সফটওয়ার ইন্সটল করা, যার মাধ্যমে আপনি যেকোন সফটওয়ার সাইন ইন ছাড়াই ইন্সটল করতে পারবেন। একে অন্য অর্থে বলা হয় সেট হ্যাক করা।
হ্যাক শুনতে খারাপ মনে হলেও নকিয়া মোবা্ইলের হ্যাক করা মানে হল নির্বিঘ্ন ভাবে মোবাইলে যেকোন  ‍সফটওয়ার ইনস্টল করা।
হ্যাক শব্দটা পুরোনো অনেকের কাছে। তবে নকিয়ার নতুন যে সেট গুলো বের হয়েছে তাতে আগের এই সব হ্যাকিং সফটওয়ার দিয়ে হ্যাক করতে পারবেন না। আপনাকে ব্যবহার করতে হবে আমার দেয়া এই সফটওয়ার টি।
লেটেস্ট স্পেশাল হ্যাকিং টুলস সাইজ ৪৪৪ কিলোবাইট মাত্র
ওকে প্রথমে এখান থেকে সফটওয়াটি ডাউনলোড করুন। এখানে আপনি দুটি ফাইল পাবেন।
প্রখমে আপনি আপনার মোবাইলে Nokia ovi provisioner.sisx সফটওয়ারটি ইন্সটল করুন। এরপর আমার পর্ব-১ বা পর্ব-২ যেকোন পদ্ধতির মাধ্যমে Rootcert hack installer .sis সফটওয়ারটি সাইন করে ইন্সটল করুন।
এখন আপনি আপনার সেটের এ্যাপ্লিকেশন ফোল্ডারের ইন্সটলেশসন ফোল্ডারে গিয়ে দেখুন hack it নামে একটি সফটওয়ার তৈরী হয়েছে ।

 এটি ক্লিক করুন। সেট হ্যাকিং শুরু হবে। একটু পরেই দেখবেন কমপ্লিট।

 এরপর আপনি দেখবেন hack it সফটওয়্যারের পাশে আরেকটি সফটওয়্যার rompatcher+ ইন্সটল হয়েছে।


Rompatcher+ এ ক্লিক করে ওপেন করুন। এখানে আপনি নিম্নের মত দুইটি অপশন(Install Server RP+  and  Open4All RP+) দেথতে পারবেন। যা দেখতে নীল কালারের।


এই দুটোতে একবার করে ক্লিক করুন। দেখবেন সবুজ কালার হয়ে গেছে।

ব্যস আপনার কাজ ও আমার বুঝানো সব শেষ। এখন আপনি যেকোন সফটওয়্যার ইন্সটল শুরু করে দিন। আর কোন দিন নকিয়া আপনার কাছে সার্টিফিকেট চাইবে না। একটা জিনিষ খেয়াল রাখবেন সবুজ ও নীল কালার হলো অন/অফ। সেট যদি রিস্টার্ট দেন, তাহলে অন করার পর সবুজ করে নিবেন। এই কাজটি অবশ্য আপনি যখন কোন সফটওয়ার ইন্সটল করবেন তার আগে করলেও হবে। আর hack it নামে যে সফটওয়ার ইন্সটল হয়েছে, সেটি অবশ্য আপনি রিমুভ করে দিতে পারেন। শুধু মাত্র Rompatcher+ সফটওয়ারটি থাকলেই চলবে।
ধন্যবাদ আপনাদের সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন