বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

সহজ পদ্ধতিতে সফটওয়ার ইনস্টল (পর্ব - ২)


সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সহজ পদ্ধতিতে সফটওয়ার ইনস্টল (পর্ব - ২)। এই পর্বে আমার দেখবো কি করে ওয়েব সাইট থেকে নকিয়া সেটের সফটওয়ার ইনস্টলের জন্য সার্টিফিকেট ও কী ডাউনলোড করবেন। এটি খুবই সহজ। তো চলুন শুরু করি।
প্রথমে আপনি http://cer.opda.cn/en/ এই ওয়ের সাইটে প্রবেশ করুন। এটি একটি চায়না ওয়ের সাইট। চায়নারা সুই থেকে এয়ারক্রাফট পরযন্ত সবই তৈরী করতে পারে।
এবার এই ওয়েরসাইট থেকে সার্টিফিকেট পেতে হলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন

এখানে Account >  যেকোন নাম দিন
   Password  >   পাসওয়ার্ড দিন
    Please confirm the password > আবার পাসওয়ার্ড দিন
     Email  >   আপনার যেকোন ইমেইল এ্যাড্রেস দিন
    Safe cod  >  যে কোড টি থাকবে তা লিখুন
নিচের ছবি দেখুন

এখন এই ওয়েব সাইটের লগইন করুন, একাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে।
এরপর My Certificate  এ ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন:

এখন যে পেজটি আসবে তার উপরে লক্ষ্য করুন Apply Cer নামে একটি ট্যাব আছে। সেখানে ক্লিক করুন

Mode: এখানে আপনার মোবাইলের মডেল নং দিন।
IMEI: আপনার মোবাইলের IMEI নম্বর দিন।
Confirm IMEI: পুনরা্য় আপনার মোবাইলের IMEI নম্বর দিন
Remark: এখানে আপনি যেকোন নাম দিতে পারেন। নিচের ছবিটি লক্ষ্য করুন:

operation successful  হলে পুনরায়  my certificate এ ক্লিক করুন। এখানে দেখবেন আপনার মোবাইলের certificate এর জন্য apply করা হয়েছে। নিচের ছবির দিকে তাকান:

এখন এই ওয়েবসাইট আপনার জন্য certificate key তৈরী করবে। এই জন্য তারা ৪৮ ঘন্টা সময় নিবে। কিন্ত আপনি ১  দিনের মধ্যেই পেয়ে যাবেন আশাকরি। আপনার certificate key যখন রেডি হবে তখন নিচের ছবির মত দেখাবে

এবার নিচের লিঙ্ক হতে ফ্রি সাইনার ডাউনলোড করুন
আপনার certificate key তৈরী হয়ে গেলে .cer এবং .key ক্লিক করে দুটি ফাইলই ডাউনলোড করুন। ছবি দেখুন:

.cert এবং .key ফাইল দুটি আপনার মোবাইলে পাঠিয়ে দিন। এবার আমার দেয়া লিঙ্ক হতে মোবাইলে "freeSigner" ইন্সটল করুন এবং মোবাইল থেকে "Freesigner" চালু করুন। এখন অপশন থেকে সেটিংসে যান। Sign Cert তে ঢুকুন।.cert ফাইলটির লোকেশন দেখিয়ে সিলেক্ট করুন।
একই ভাবে Sign key তে যান এবং লোকেশন থেকে key ফাইলটি সিলেক্ট করুন। কাজ শেষ। এবার যে এ্যাপ্লিকেশনটি সাইন করতে চান তা করতে FreeSigner গিয়ে Add a task যান। এবার আপনার এ্যাপ্লিকেশনটি সিলেক্ট করুন। এবার Go চাপুন। Sign করা শেষ এখন নতুন Applicationটি signed নামে দেখতে পাবেন। ইন্সটল করুন আর ENJOY করুন। এইখানে আামার পর্ব -১ একটু দেখে নিতে পারেন। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন