উইন্ডোস সিস্টেমে Quick Launch বলে একটি টুলবার আছে। যা হয়তো আমরা অনেক নতুন ইউজার জানি না।শুধু তাদের জানানোর জন্য এই পোস্ট।
উইন্ডোস সেভেনে নিন্মোক্ত পদ্ধতিতে টাস্কবারে Quick Launch টুলবারটি যুক্ত করুন>>>>>>
টাস্কবারের খালি স্থানে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে টুলবার (Toolbar) এ ক্লিক করুন।
এরপর New Toolbar নির্বাচন করে Folder এর স্থলে %userprofile%\AppData\Roaming\Microsoft\Internet
Explorer\Quick Launch লিখে Selet Folder এ ক্লিক করুন।
এখন টাস্কবারের ডান পাশে দেখুন নতুন তৈরীকৃত Quick Launch টুলবারটি যুক্ত হয়েছে। এখন Quick Launch এর সাথে যে >> চিহ্নটি আছে সেখানে ক্লিক করুন। মাউসের স্ক্রল বাটন ঘুরান। যেটি চয়েজ হয় সেটিতে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করুন সেটি বড় হবে।
iqislam.blogspot.com Please publish this boog
উত্তরমুছুন