আপনি যদি WINDOWS 7 ব্যবহার করেন তাহলে এই লেখাটি আপনার কাজে লাগতে পারে>
Windows key এর দু একটি ব্যবহার :
Windows key চেপে ধরে Tab key একবার একবার চাপুন, বিভিন্ন উইন্ডো সিলেক্ট করতে পারবেন।
Windows key + Ctrl + Tab একসাথে চাপার পরে নেভিগেশন কী চেপে বিভিন্ন উইন্ডো সিলেক্ট করতে পারবেন।
Windows key কী চেপে নেভিগেশন কী নিচের দিকে চাপলে অ্যাকটিভ উইন্ডোটি ছোট হবে।ডানে চাপলে ডানে যাবে, বামে চাপলে বামে যাবে।উপরে চাপলে বড় হবে। আর নিচের দিকে চাপলে মিনিমাইজ হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন