মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০১১

মনের মত করে নিজের কম্পিউটার সাজান

শুধু মাএ ২ ক্লিকে Shutdown
আমরা সাধারনত start বাটনে গিয়ে কম্পিউটার সাটডাউন করি। আপনি চাইলে উপরোক্ত কাজটি সরাসরি করতে পারেন।এর জন্য এই বাটনের সর্টকার্ট তৈরী করতে হবে।তাহলে নিমোক্ত ভাবে শুরু করে দিন –
ডেক্সটপের খালি স্হানে মাউসের রাইট বাটন ক্লিক করুন।
ক্লিক New পরে Shoutcut ক্লিক করুন।

এখন যে ডায়ালগ বক্স আসবে তাতে লিখুন Shutdown –s –t 5 । এখানে একটা সময়ের ব্যাপার আছে, আমি ৫ সেকেন্ড দিয়েছি। আপনি আপনার ইচ্ছে মত সময় ‍দিন।

এবার Next বাটনে ক্লিক করুন এবং একটি নাম দিন (Shutdown my PC)।
Finish বাটনে ক্লিক করে আপনার কাজ শেষ করুন।

এখন আপনি এটার জন্য একটি সুন্দর আইকন দিতে পারেন।
এজন্য shutcut এর উপর মাউস রাইট ক্লিক করুন।ক্লিক properties>change icon করুন।

এবার যেকোন আইকন সিলেক্ট ok করে ক্লিক করুন।

উপরো্ক্ত লেখাটি লিখতে আমি যা যা ব্যবহার করেছি তা হল
# ক্রিনসট এডিট করতে ব্যবহার করেছি Adobe Photoshop
# লিখার জন্য ব্যবহার করেছি বিজয় বায়ান্ন ইউনিকোড
# সময় দিয়েছি প্রায় ৩ ঘন্টা
# এডিট করেছি Microsoft Office Word 2007
# ইন্টারনেট ব্যবহার করেছি গ্রামীন P6
লেখাটি ভাল লাগলে একটি হাততালি দিয়েন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন