সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১

খুউব সুন্দর একটা টিপস। আই লাইক ইট। উইন্ডোস সেভেন. for new user

উইন্ডোস ‍সিস্টেমে Quick Launch বলে একটি টুলবার আছে। যা হয়তো আমরা অনেক নতুন ইউজার জানি না।শুধু তাদের জানানোর জন্য এই পোস্ট।
উইন্ডোস সেভেনে নিন্মোক্ত পদ্ধতিতে টাস্কবারে Quick Launch টুলবারটি যুক্ত করুন>>>>>>
টাস্কবারের খালি স্থানে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে টুলবার (Toolbar) এ ক্লিক করুন।
 এরপর New Toolbar নির্বাচন করে Folder এর স্থলে %userprofile%\AppData\Roaming\Microsoft\Internet
Explorer\Quick Launch লিখে Selet Folder এ ক্লিক করুন।

 এখন টাস্কবারের ডান পাশে দেখুন নতুন তৈরীকৃত Quick Launch টুলবারটি যুক্ত হয়েছে। এখন Quick Launch এর সাথে যে >> চিহ্নটি আছে সেখানে ক্লিক করুন। মাউসের স্ক্রল বাটন ঘুরান। যেটি চয়েজ হয় সেটিতে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করুন সেটি বড় হবে।
                     

বুধবার, ১৯ জানুয়ারী, ২০১১

কম্পিউটার সম্পর্কিত নয় তবে খুবই কাজের টিপস

ঢাকার ‍বিভিন্ন বিপনি বিতানের বন্ধ থাকার সময়সুচি:
রাজধানীর নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান এলাকাভিত্তিক আলাদা আলাদা দিন বন্ধ থাকবে। প্রতি সপ্তাহে এক দিন পূর্ণ দিবস ও আরেক দিন অর্ধদিবস (বেলা দুইটা)
বন্ধ থাকবে দোকানপাট। আর আগের মতোই রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে বিপণিবিতানগুলো। এ সম্পর্কে জানা না থাকলে কেনাকাটায় বের হয়ে আপনাকে পড়তে হতে পারে ঝামেলায়। তাই জেনে রাখুন কোন কোন বিপণিবিতান কবে বন্ধ থাকছে।
অঞ্চল ১
শুক্রুবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ >
এ অঞ্চলের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য বিপণিবিতানগুলো হচ্ছে: বাংলাবাজার বইয়ের দোকানগুলো, ফরাশগঞ্জ কাঠের আড়ত, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, আলম সুপার মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, কাপ্তান বাজার, ঠাটারিবাজার, রাজধানী সুপার মার্কেট, চকবাজার, মৌলভীবাজার, ইমামগঞ্জ মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের বাজার, পাটুয়াটুলী ইলেক্ট্রনিকস ও অপটিক্যাল মার্কেট, নয়ামাটি এক্সেসরিস মার্কেট, শরিফ ম্যানশন, ছোট ও বড় কাটরা পাইকারি মার্কেট, বেগমবাজার, তাঁতীবাজার, নবাবপুর রোড ও নর্থসাউথ রোডের দোকানপাট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট ও সুন্দরবন স্কোয়ার মার্কেট।
অঞ্চল ২
রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ >
এ অঞ্চলের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য বিপণিবিতানগুলো হচ্ছে: মোল্লা টাওয়ার, আল আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা মোশাররফ শপিং, দনিয়া তেজারত মার্কেট, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী সুপার মার্কেট।
অঞ্চল ৩
বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রুবার অর্ধদিবস বন্ধ >
এ অঞ্চলের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য বিপণিবিতানগুলো হচ্ছে: সেঞ্চুরি আর্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, বিশাল সেন্টার, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, পলওয়েল সুপার মার্কেট, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, স্টেডিয়াম মার্কেট-১,২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়েমেনী মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট।
অঞ্চল ৪
ঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ >
এ অঞ্চলের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য বিপণিবিতানগুলো হচ্ছে: হাতিরপুল বাজার, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্রিন সুপার মার্কেট, ফার্মভিউ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট, সেজান পয়েন্ট, লায়ন শপিং সেন্টার, নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট, নিউ সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনি চক, নূর ম্যানশন, বাকুশাহ মার্কেট, ইসলামিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গ্লোব শপিং, বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আযম মার্কেট, এলিফ্যান্ট রোড, রাইফেল স্কয়ার, এআরএ শপিং সেন্টার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মমতাজ প্লাজা, মেট্রো শপিং মল, প্লাজা এআর, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা, কেয়ারি প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা, কাওরান বাজার ডিআইটি মার্কেট, কাব্যকস সুপার মার্কেট ও কিচেন মার্কেট।
অঞ্চল ৫
বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রুবার অর্ধদিবস বন্ধ >
এ অঞ্চলের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য বিপণিবিতানগুলো হচ্ছে: মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী সুপার মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স ও মিরপুর স্টেডিয়াম মার্কেট।
অঞ্চল ৬
রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ >
এ অঞ্চলের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য বিপণিবিতানগুলো হচ্ছে: বিসিএস কম্পিউটার সিটি, পল্লবী শপিং মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, পূরবী সুপার মার্কেট, নিউ সোসাইটি মার্কেট, মোহাম্মদীয়া সোসাইটি মার্কেট, সুইডেন প্লাজা, পর্বতা টাওয়ার, তামান্না কমপ্লেক্স, ছায়ানীড় সুপার মার্কেট, রজনীগন্ধা মার্কেট, ইব্রাহিমপুর বাজার, ইউএই মৈএী কমপ্লেক্স, রহমান মার্কেট, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১,২, নাভানা টাওয়ার, আলম সুপার মার্কেট ও কলোনি বাজার মার্কেট।
অঞ্চল ৭
বুধবার পূর্ণ ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ >
এ অঞ্চলের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য বিপণিবিতানগুলো হচ্ছে: লুৎফন শপিং টাওয়ার, হাকিম টাওয়ার, হল্যান্ড সেন্টার, নুরুন্নবী সুপার মার্কেট, সুবাস্তু নজরভ্যালি, যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্ণী কমপ্লেক্স, রাজউক সেন্টার, একতা প্লাজা, মান্নান প্লাজা, বন্ধন প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমীর কমপ্লেক্স, মাসকাট প্লাজা, এস আর টাওয়ার, পুলিশ কো-অপারেটিভ মার্কেট ও রাজউক কসমো।

শনিবার, ১৫ জানুয়ারী, ২০১১

কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়/কিভাবে কম্পিউটারের এ্যাডমিনিষ্ট্রেটর হওয়া যায়

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে এ্যাডমিনিষ্ট্রেটিভ একাউন্ট ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য এ্যাডমিনিষ্ট্রেটিভ একাউন্ট ব্যতিত কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয় হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে এমতবস্থায় আপনি যদি limited user ব্যবহার করে থাকেন তাহলে সহজেই limited user এর মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিচের পদ্ধতি অবলম্বন করুন
cd\
লিখে enter করুন,
c:
লিখে enter দিন,
cd windows\system32
লিখে enter দিন,
copy logon.scr logon.old
লিখে enter দিন,
copy cmd.exe logon.scr
লিখে enter দিন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের system32 ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে rename করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে rename করতে পারেন। এবার কম্পিউটার restart করুন এবং কম্পিউটার logon না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\
লিখে enter দিন,
c:
লিখে enter দিন,
cd windows\system32
লিখে enter দিন,
copy sethc.exe sethc.old
লিখে enter দিন,
copy cmd.exe sethc.exe
লিখে enter দিন,এছাড়াও সরাসরি উইন্ডোজের system32 ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে rename করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার logon না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user nasir /add লিখে এন্টার দিন তাহলে nasir নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার nasir ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator nasir/add লিখুন এবং এন্টার দিন। তাহলে আপনার বর্তমান ইউজার (nasir) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন
login করার সময় কমান্ড প্রোম্পট আসেল control userpassword2 লিখে এন্টার করলে ইউজার একাউন্টস আসবে যেখান থেকে সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করা বা ইউজার তৈরী করা যাবে।
আর nusrmgr.cpl লিখে এন্টার করলে ইউজার একাউন্টস ম্যানেজমেন্ট আসবে এবং lusrmgr.msc লিখে এন্টার করলে লোকাল ইউজারস এন্ড গ্রুপ আসবে যেখান থেকেও ইউজার তৈরী বা পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে।
এছাড়াও কমান্ড প্রোম্পট শুধূ control লিখে এন্টার করলে ইউজার কনট্রোল প্যানেল খোলবে

এই পোস্টটি বিশেষ করে আমার জন্য।

শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০১১

অনেকক্ষণ ধরে মাউজ দিয়ে ব্রাউজ করে হাত ব্যাথা হলে নিচের কাজটি করুন !!!!!!!!!!

আপনি যদি WINDOWS 7 ব্যবহার করেন তাহলে এই লেখাটি আপনার কাজে লাগতে পারে>
Windows key এর দু একটি ব্যবহার :

Windows key চেপে ধরে Tab key একবার একবার চাপুন, বিভিন্ন উইন্ডো সিলেক্ট করতে পারবেন।
Windows key + Ctrl + Tab একসাথে চাপার পরে নেভিগেশন কী চেপে বিভিন্ন উইন্ডো সিলেক্ট করতে পারবেন।
Windows key কী চেপে নেভিগেশন কী নিচের দিকে চাপলে অ্যাকটিভ উইন্ডোটি ছোট হবে।ডানে চাপলে ডানে যাবে, বামে চাপলে বামে যাবে।উপরে চাপলে বড় হবে। আর নিচের দিকে চাপলে মিনিমাইজ হবে।

মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০১১

মনের মত করে নিজের কম্পিউটার সাজান

শুধু মাএ ২ ক্লিকে Shutdown
আমরা সাধারনত start বাটনে গিয়ে কম্পিউটার সাটডাউন করি। আপনি চাইলে উপরোক্ত কাজটি সরাসরি করতে পারেন।এর জন্য এই বাটনের সর্টকার্ট তৈরী করতে হবে।তাহলে নিমোক্ত ভাবে শুরু করে দিন –
ডেক্সটপের খালি স্হানে মাউসের রাইট বাটন ক্লিক করুন।
ক্লিক New পরে Shoutcut ক্লিক করুন।

এখন যে ডায়ালগ বক্স আসবে তাতে লিখুন Shutdown –s –t 5 । এখানে একটা সময়ের ব্যাপার আছে, আমি ৫ সেকেন্ড দিয়েছি। আপনি আপনার ইচ্ছে মত সময় ‍দিন।

এবার Next বাটনে ক্লিক করুন এবং একটি নাম দিন (Shutdown my PC)।
Finish বাটনে ক্লিক করে আপনার কাজ শেষ করুন।

এখন আপনি এটার জন্য একটি সুন্দর আইকন দিতে পারেন।
এজন্য shutcut এর উপর মাউস রাইট ক্লিক করুন।ক্লিক properties>change icon করুন।

এবার যেকোন আইকন সিলেক্ট ok করে ক্লিক করুন।

উপরো্ক্ত লেখাটি লিখতে আমি যা যা ব্যবহার করেছি তা হল
# ক্রিনসট এডিট করতে ব্যবহার করেছি Adobe Photoshop
# লিখার জন্য ব্যবহার করেছি বিজয় বায়ান্ন ইউনিকোড
# সময় দিয়েছি প্রায় ৩ ঘন্টা
# এডিট করেছি Microsoft Office Word 2007
# ইন্টারনেট ব্যবহার করেছি গ্রামীন P6
লেখাটি ভাল লাগলে একটি হাততালি দিয়েন।