বুধবার, ১৭ আগস্ট, ২০১১

একটি সমস্যার সমাধান



আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা হয়তো একটি সমস্যায় প্রায় পড়ি। আর তা হল Low Disk Space.
আমরা যদি হার্ডড্রাইভের কোন পার্টিশনে বেশী পরিমানে তথ্য রাখি অর্থাৎ ডাটা রাখার ফলে যদি হার্ডড্রাইভের ফাঁকা যায়গা কমে যায় তবে ডেক্সটপের টাস্কবারের নিচে একটি সতর্কবার্তা দেখা দেয়। তা উইন্ডোস আপনাকে একটি পপআপ উইন্ডোর মাধ্যমে বলবে ডিস্ক ক্লিন আপ করতে। এটি নতুন পুরাতন সকল ব্যবহারকারীর কাছে বিরক্তিকারক। উইন্ডোসে এটি বন্ধ করার জন্য ডিফল্ট ভাবে কোন অপশন নেই। তাই এটি দূর করুন নিম্নোক্ত রেজিস্টি এডিটরের মাধ্যমে।


Disable the Disk Cleanup Warning
Run the Registry Editor and go to HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer. Create a       DWORD value        called       NoLowDiskSpaceChecks and give it a      value of 1.        Exit the Registry and reboot.

সবাই ভাল থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন