আর নয় মোবাইলে কস্ট করে বাংলা দেখা অথবা ইন্টারনেটে বাংলা লেখা।
ইন্টারনেট /ফেসবুকে ব্রাউজিং এর সময় আমরা সাধারনত বাংলা দেখতে চাই। তাই কি করি
মোবাইলে অপেরা মিনি ইনস্টল করি, use bitmap for complex scripts এ yes করি(যারা অপেরা মিনি ব্যবহার করছেন তারা নিশ্চয়ই বুঝেছেন) তারপর বাংলা দেখি। আর ইন্টারনেটে লিখতে হলে তো আরও ঝামেলা। কিরকম
India sms ইনস্টল করি। India sms ওপেন করে বাংলা টাইপ করি, save to draft করি। এর পর আবার সেটের ডিফল্ট মেসেজ এ গিয়ে draft ওপেন করে কপি করে ইন্টারনেটে পেস্ট করি।
আহা কি মধুর ঝামেলা। আর নয় ঝামেলা সেই জন্যই আমি।
Just click this link এখানে যদি কম্পিউটার হতে ক্লিক করেন তাহলে একটি .jad ফাইল পাবেন। সেটি আপনার মো্বাইলে ইনস্টল করলেই হবে। আপনার মো্বইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কারন এই ফাইলটি ইন্টারনেট হতে ডাউনলোড হয়ে ইনস্টল হবে। কি ইনস্টল হবে?
সেটার জন্যই তো এই লেখা।
ইনস্টল হবে একটি ইন্টানেট ব্রাউজার নাম BOLT. কেন আমি ইনস্টল করবো?
BOLT এর সুবিধা সমুহ নিম্নরুপ:
1. ডাটা খরচ খুবই কম। অপেরার মত প্রচুর ডাটা খরচ হবে না।
2. ওয়েবের সকল লেখার দেখার জন্য ফন্ট ইনস্টল করা যায়।
3. সকল মোবাইলে ব্যবহার করা যায়।
4. ফেসবুক সহ সকল ওয়েব সাইট দেখা যায় একদম কম্পিউটার এর মত।
5. ব্যবহার প্রনালী সহজ।
6. ফেসবুকে কম্পিউটারের মত কমেন্টে বাংলা লেখা যায়।
7. Google ওয়েব সাইটে বাংলা লিখে সার্চ দেওয়া যায়।
8. আর কি চান।
9. ঠিক আছে আরেকটু দিলাম। সেটা হল স্পিড বেশী অপেরার তুলনায়।
ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। আপনার মোবাইলের ইন্টারনেট অপারেটর দেখিয়ে দিন। ওপেন হবার পর menu তে ক্লিক করুন। এর পর preferences তারপর install font এরপর Bengali এর উপর রেখে install এ ক্লিক করুন। ব্যস শেষ । এই কাজ টি মাত্র একবারই করতে হবে। আর করা লাগবে না।
এবার আরেকটি কাজ করুন: এটা কিন্তু আরও মজা। সেটা হল ব্রাউজারের ভাষা বদলান। menu তে ক্লিক করুন। এর পর preferences এর পর language এর পর Bengali ক্লিক করে একটু ওয়েট করুন। কি হল! হায় হায় আমার ব্রাউজার দেখি সব বাংলা হয়ে গেল।
এবার আসি এর কিছু ব্যবহার সম্পর্কে:
ইন্টারনেটে লিখার সময় # চাপুন। তাহলে আপনার ইনস্টলকৃত বিভিন্ন ভাষা হতে বেছে নিতে পারবেন। তারপর ভাষা সেট করার পর যেকোন না্ম্বার বাটন টিক দিলেই দেথবেন বাংলা অক্ষর চলে এসেছে। বার বার চাপ দিয়ে আপনার প্রয়োজনীয় অক্ষর বেছে নিন। আর যাদের মোবাইলে quarry key board আছে তারা এক একটা অক্ষরের জন্য একটি কি একবার একবার চাপলেই হবে।
এর মাধ্যমে আপনি মিডিয়া প্লেয়ারও চালাতে পারবেন।
এবার আসেন এর কিছু কিবোর্ড সর্টকার্ট : এগুলো ইংরেজিতে লিখলাম
In page
3 : enter address
4 : scroll page Up
8 : scroll page down
4 : scroll page left
6 : scroll page right
9 : forward
7 : find in page
#3 : web search
22 : page top
88 : page bottom
#5 : reload page
In home page
1 : my page
0 : show favorite
* : show history
## : show web application
Display
5 : toggle between full-screen and split screen view
#2 : zoom in
#8 : zoom out
Tab
#up : new tab
#down : close tab
#left : open left tab
#right : open right tab
শেষ আর পড়তে হবে না।
অ্যাভাস্ট সম্পর্কে আমার একটি লেখা পড়তে হলে ক্লিক করুন।
Click to
উত্তরমুছুনVisit pchelplinebd.comClick to
Visit pchelplinebd.com