সোমবার, ৮ নভেম্বর, ২০১০

ROBI/AKTEL INTERNET SETTINGS

ROBI/AKTEL INTERNET SETTINGS
রবি ইন্টারনেট সেটিংস
আপনার জিপিআরএস/ইডিজিই হ্যান্ডসেট থেকে ডায়াল করুন *১৪০*৭*৩#
.                  এখন আপনি টাইপ করুন সেটের নাম ও মডেল (যেমন: Nokia 6070).
.                  এরপর আপনি একটি কনফিগারেশন ম্যাসেজ পাবেন ।
.                  ম্যাসেজটি খুলবেন এবং সেভ করবেন(পিন ১২৩৪)
এখন আপনি ব্রাউজ করতে পারবেন।

অন্য পদ্ধতি:
  • *#০৬# টাইপ করে আপনার মোবাইলের IMI নম্বর দেখুন।
  • প্রথম আটটি নম্বর লিখুন। যদি আপনার নম্বর হয় 892635182614268 তবে লিখুন 89263518
  • টাইপ করুন web 89263518 এবং পাঠিয়ে দিন ৮৭৩৮ নম্বরে। আপনার ইন্টারনেট সেটিংস পেয়ে যাবেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন